ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
অভিজিৎ হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের কে জাহান মার্কেট চত্বরে নাগরিক সমাজ ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।



ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।    

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী, অধ্যক্ষ অরুন দে, সৈয়দ আহম্মেদ, অ্যাডভোকেট জাহানারা সুলতানা, সঞ্জয় জোতদার, বিলকিস জাহান মুনমুন, মো. মিজানুর রহমান, অভিনাস পণ্ডিত, জাহিদ ও জুয়েল মজুমদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।