ঢাকা: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জামালপুর জেলার আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের মধ্যে রয়েছেন আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেনসহ আলবদর বাহিনীর ছয়জন ও রাজাকার বাহিনীর দুইজন।
আশরাফ হোসেন ছাড়া অন্য সাতজন হচ্ছেন আলবদর বাহিনীর অধ্যাপক শরীফ আহমেদ, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারি, মো. হারুন ও মো. আবুল হাশেম এবং রাজাকার বাহিনীর অ্যাডভোকেট শামসুল হক ও এস এম ইউসুফ আলী।
সোমবার (২ মার্চ) সকালে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫