ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ গৌরাঙ্গ মিত্র আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ গৌরাঙ্গ মিত্র আর নেই বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার ও শিক্ষাব্রতী গৌরাঙ্গ প্রসাদ মিত্র (জিপি মিত্র) আর নেই।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বৎসর।

গৌরাঙ্গ মিত্রের অন্তিম ইচ্ছানুসারে তার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হবে।

তিনি সহধর্মিণী ঝর্ণা চৌধুরী মিত্র, কন্যা শ্রাবনী মিত্র ধর, পুত্র বাকেশ মিত্র, জামাতা-পুত্রবধূসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, পদার্থ বিজ্ঞানের কৃতি অধ্যাপক গৌরাঙ্গ মিত্র পাকিস্তান আমলে সকল ছাত্র ও গণআন্দোলন এবং মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি আদর্শ শিক্ষাব্রতী হিসাবে প্রায় পাঁচ দশক ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে এসেছেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তার লেখা দুটি গ্রন্থ পাঠকপ্রিয় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।