ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তিন মাসের মধ্যে কাঁচাবাজার ফরমালিনমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
তিন মাসের মধ্যে কাঁচাবাজার ফরমালিনমুক্ত

জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতায় সরকারি-বেসরকারি ২৮টি কাঁচাবাজার রয়েছে। এসব কাঁচাবাজার ফরমালিনমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

 
 
সোমবার (০২ মার্চ) বিকেলে জাতীয় সংসদে এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ২৮টি কাঁচাবাজার রয়েছে। এসব কাঁচাবাজার ফরমালিকমুক্ত করতে ২৮ জানুয়ারি নগর ভবনের সেমিনার কক্ষে কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। ব্যবসায়ীরা বাজারগুলো ফরমালিন মুক্ত করার বিষয়ে একমত হয়েছেন।

ডিএসসিসির আওতাধীন ১৩টি সরকারি কাঁচাবাজার ও ১৫টি বেসরকারি কাঁচাবাজার রয়েছে। এসব বাজার ফরমালিকমুক্ত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু বাজারে ফরমালিনমুক্ত ব্যানার টাঙানো হয়েছে। বাকি বাজারগুলোতেও আগামী ৩ মাসের মধ্যে ফরমালিনমুক্ত করে ব্যানার টাঙানো হবে বলেও জানান মন্ত্রী।
 
তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কাঁচাবাজরসমূহ ফরমালিনকমুক্ত ঘোষণা এবং  ফরমালিন শনাক্তকরণ বুথ স্থাপন করা হবে। প্রথম ধাপে ডিএসসিসির মালিকানাধীন ১৫টি কাঁচা বাজারে ফরমালিন শনাক্তকরণের লক্ষ্যে বুথ স্থাপন এবং ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে কর্পোরেশনের আওতাভু্ক্ত বেসরকারি বা ব্যক্তিগত মালিকানাধীন কাঁচাবাজারসমূহ ফরমালিকমুক্ত করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

** ক্রিকেটারদের বার্ষিক আয় ৬০ লাখ টাকা
** নিরাপত্তা প্রশ্নে সংসদে ফরাজীর উদ্বেগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।