ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ৭ জেলের জেল-জরিমানা, ৭টি ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
চরফ্যাশনে ৭ জেলের জেল-জরিমানা, ৭টি ট্রলার জব্দ

ভোলা: ভোলার চরফ্যাশনের তেঁত‍ুলিয়া নদীতে ইলিশ মাছ ধরার দায়ে সাত জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সাতটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।



সোমবার (০২ মার্চ) দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেসুর রহমান এ সাজার নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত জেলেদের মধ্যে ইউসুফ, নুর মোহাম্মদ, রিয়াজ, জাফর,  শাজাহান ও গাজী মাঝির ১৫ দিন করে কারাদণ্ড ও আবুল কালাম মাঝিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও পুলিশের একটি টিম তেঁতুলিয়া নদীতে অভিযানে নামে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ওই নদীর বকশি ও ঘোষের হাট পয়েন্ট থেকে সাতটি ট্রলারসহ সাত জেলেকে আটক করা হয়।

পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেকের জেল-জরিমানা করেন।

মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ সময় নদী মোহনায় জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।