বরিশাল: ওয়ার্কার্স পার্টির আগরপুর ইউনিয়ন অফিসে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি বাবুগঞ্জ উপজেলা শাখা।
সোমবার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জের খানপুরা ইউনিয়ন পরিষদের সামনে ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওয়াকার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক টি.এম শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওয়াকার্স পার্টির জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু।
এসময় আরো বক্তব্য রাখেন- কৃষক খেতমজুর কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইসাহাক শরীফ ও কমরেড মাস্টার মতিউর রহমান প্রমুখ।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে আগরপুর বাজারের ওয়াকার্স পার্টির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপনকে ১নং আসামি করে লুৎফুল কবির সবুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫