কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ১৩ উপজেলায় হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব থেকে ৬২০ কার্টন দুম্বার মাংস পাঠানো হয়েছে।
সৌদি আরব থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পাঠানো এ মাংস সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে পুলিশ প্রহরায় উপজেলাগুলোতে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লিয়াকত আলী, ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মহিউদ্দিন, ব্যবস্থাপক (অপারেশন) খন্দকার আমিরুল ইসলাম প্রমুখ।
ইসলামী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা সূত্র জানায়, ৬২০ কার্টনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৩ কার্টন, হোসেনপুরে ৪৫, কটিয়াদিতে ৫৩, পাকুন্দিয়ায় ৪৫, করিমগঞ্জে ৪৯, তাড়াইলে ৪৫, বাজিতপুরে ৪৫, নিকলীতে ৪৫, ইটনায় ৪৫, মিঠামইনে ৪৫, অষ্টগ্রামে ৪৫, ভৈরবে ৫০, কুলিয়ারচরে ৪৫ কার্টন পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫