জাতীয় সংসদ ভবন থেকে: দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
তিনি বলেন, মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।
ফরাজী আরও বলেন, মন্ত্রীদের আগে-পিছে অনেক পুলিশ। তারা তো প্রোটকলের মধ্য দিয়ে চলাফেরা করেন। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
সোমবার (০২ মার্চ) বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব অভিযোগ করেন তিনি। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রুস্তম আলী ফরাজী বলেন, দীর্ঘদিন ধরে নাশকতা চলছে। মাঝখানে কিছুটা কমলেও গত দুদিনে আবার মারাত্মক রূপ ধারণ করেছে। দুদিনে ঢাকাতে ৭টি এবং সারাদেশে শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মানুষ একেবারে অতিষ্টের পর্যায়ে চলে গেছে।
তিনি বলেন, মানুষের ভেতরে আতঙ্ক বিরাজ করছে। এভাবে আর কতকাল, আরকত দিন চলবে? ইতোমধ্যে ইইউ ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। ।
বিদেশি সংস্থার সাথে পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন রেখে ফরাজী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কী ভূমিকা পালন করলো? তারা কি তাদের বোঝাতে পারেনি। এই সহিংসতা একটি দলের পক্ষ থেকে চালানো হচ্ছে। আজ তৃতীয় পক্ষের মাধ্যমে একটি বিবৃতি দেওয়া হচ্ছে।
অবিলম্বে সহিংসতা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ দাবি করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে পরিষ্কার করে বলতে হবে- ‘হ্যাঁ এই সহিংসতা আর চলবে না’। মানুসের মনে স্বস্তি আনতে হবে, শান্তি ফিরিয়ে আনতে হবে। এজন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ৩০০ বিধিতে একটি বিবৃতি দিতে হবে। যারা দায়িত্বে নেই তাদের কোনো বিবৃতি দিলে হবে না।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫