ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

একে খন্দকারের ৮৬তম জন্মদিন মঙ্গলবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
একে খন্দকারের ৮৬তম জন্মদিন মঙ্গলবার একে খন্দকার

ঢাকা: মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও উপপ্রধান সেনাপতি এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব.) একে খন্দকার, বীরউত্তম এর ৮৬তম জন্মদিন মঙ্গলবার(৩ মার্চ’২০১৫)। ১৯৩০ সালের এইদিনে পাবনার সুজানগরে সম্ভান্ত পরিবারে তার জন্ম।



তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন, ছিলেন অস্ট্রেলিয়া ও ভারতের হাইকমিশনার। অবসর নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন এবং ২০০৮-এর জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সরকারের পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে তিনি নিজে থেকেই দূরে থাকেন। এ বছরই প্রথমা প্রকাশনী থেকে তার লেখা মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই ‘১৯৭১: ভেতরে বাইরে’ প্রকাশিত হয়।

বইটিতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণা নিয়ে কিছু মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনা হয়। তারপর থেকে উত্তরার বাসায় অনেকটা একা সময় কাটাচ্ছেন কর্মজীবনে সফল এ মানুষটি। সঙ্গী কেবল একান্তই কিছু আপনজন।

কর্মজীবনে একে খন্দকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। ছিলেন অস্ট্রেলিয়া ও ভারতের হাইকমিশনার। রাষ্ট্রপতি এরশাদের আমলেও তিনি পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় তার নামে একটি সড়কের নামকরণ হয়েছে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১১ সালে পেয়েছেন স্বাধীনতা পদক। নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণের লক্ষ্যে গঠিত সেক্টর কমান্ডারস ফোরামেরও।

পারিবারিক সূত্র বলছে, বর্তমানে উত্তরার নিজ বাসায় তার সময় কাটে পরিবারের সঙ্গে, বই পড়ে, গান গুনে। যোগ দেন পারিবারিকভাবে ঘনিষ্ঠ কারও কোনো আয়োজনে। খুব একটা বাইরে বের হননা। অনেক কিছু তেমন মনেও রাখতে পারেন না। নিজ দল আওয়ামী লীগসহ বলা যায় কারও সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। আগে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সভা-সেমিনারসহ জাতীয় নানা অনুষ্ঠানে যোগ দিলেও এখন তেমনটা যাননা। আসেন না তেমন কেউই। তবে মাঝে মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিশেষ দিনকে সামনে রেখে মিডিয়াকর্মীরা খোঁজ নেন।

ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে মুজিবনগর সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারের উপস্থিতিতে ভারতীয় মিত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল জ্যাকবের তৈরি করা আত্মসমর্পণ দলিলে সই করেন। আর অবিস্মরণীয় সেই মুহূর্তেই বিশ্ববাসীকে অবাক করে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।