ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে বাসচাপায় এএসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
বাবুগঞ্জে বাসচাপায় এএসআই নিহত ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় বাসের চাপায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত এএসআই বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের সদস্য।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি বাসকে রামপট্টি এলাকায় থামার সংকেত দেন এএসআই মনির। কিন্তু গাড়িটি না থেমে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে বাবুগঞ্জের রহমতপুর এলাকা থেকে গাড়িটি আটক পুলিশ।

তবে তার আগেই চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওই থানার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক।

তিনি জানান, এএসআই মনির মূলত ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকা থেকে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন দূরপাল্লার গাড়ি পুলিশ প্রটকল দিয়ে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিয়ে আসার দায়িত্ব পালন করছিলেন।

তিনি আরো জানান, মনিরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।