গোপালগঞ্জ: খালেদা জিয়া জনগণের নেত্রী নয়, তিনি জঙ্গিদের নেত্রী। এ মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউজের লবিতে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, কোনো জঙ্গির সঙ্গে আওয়ামী লীগের আলোচনা হবে না। ২০১৯ সালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে।
বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোনো আন্দোলন নেই। হরতাল-অবরোধ থাকলে কি যানজট হয়। ঢাকা শহরে সারাক্ষণ যানজট চলছে। খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছে। এ পর্যন্ত প্রায় একশত মানুষ পুড়িয়ে মারা হয়েছে। এর মধ্যে শিশুও রয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জানুয়ারি নির্বাচনের আগে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তাব দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া আলোচনায় আসেননি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ, শেখ ফজিলাতুন্নেছা চক্ষু ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম ইউ মঈন উদ্দিন আহমেদ, সিভিল সার্জন এস এম সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা বিএমএ সভাপতি ডা. আবিদ হাসান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুর ইসলাম চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর মন্ত্রী নির্মাণাধীন শেখ ফজিলাতুন্নেছা চক্ষু ইনস্টিটিউট ও এসেনসিয়াল ড্রাগসের কারখানা পরিদর্শন করেন।
এরপর মন্ত্রী টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫