মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির সরকারি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভুয়াই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে জুড়ী উপজেলা চেয়ারম্যানের সরকারি (মৌলভীবাজার গ ১১- ০০৮০) গাড়িটি কুলাউড়া উপজেলা থেকে গ্যাস নিয়ে ফিরছিল। পথে ভুয়াই বাজার এলাকায় ১০/১৫ জন দুর্বৃত্ত গতিরোধ করে লাঠি ও ইট-পাটকেল দিয়ে গাড়িটি ভাঙচুর করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে উপজেলা অফিসে নিয়ে আসে।
জুড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুপ্রিয় নন্দি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫