ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
অভিজিৎ হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল ৫টার দিকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন শহরের চিত্রা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, উদীচীর সভাপতি ডিএম শাহিদুজ্জামান, বিবর্তনের সভাপতি সানোয়ার আলম খান দুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গণি খান রিমন, তির্যকের সাধারণ সম্পাদক দিপংকর দাস রতন, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাসদের সভাপতি হাচিনুর রহমান, জাসদ নেতা আবুল কায়েস, সাংবাদিক মনিরুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান বিপু প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার দাস।

বাংলাদেশ সময: ২০২৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।