ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের দুই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ছয় জেলার সিভিল সার্জনের কাছে প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্ত দুই কর্মকতা হলেন, স্বাস্থ্য অধিদফতরের উপ-সচিব আবদুল মালেক ও স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা সুলতান মাহমুদ।
সোমবার (০২ মার্চ) বিকেলে আলাদাভাবে এই ছয় সিভিল সার্জনের কাছে দুদকের উপ-পরিচালক আবদুছ সাত্তার সরকার স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে আগামী ১৬ মার্চের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, খুলনা, নেত্রকোনা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের সিভিল সার্জনকে দুদকের চাহিদা মোতাবেক রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
সূত্র জানায়, এই দুই কর্মকর্তা পরস্পর যোগসাজশে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ কোটি ৯২ লাখ ৬২ হাজার ২শ’ টাকা আত্মসাৎ করেন। গত ২০১৩-১৪ অর্থবছরে খাদ্য অধিদপ্তরের জন্য দেওয়া বরাদ্দ থেকে ২০০৮-০৯ ও ২০১২-১৩ অর্থবছরের বকেয়া দেখিয়ে ভুয়া বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি দেখিয়ে এ টাকা আত্মসাৎ করেন তারা।
এ বিষয়ে দুদকে একটি অভিযোগ এলে সংস্থাটি তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় বলে জানায় সূত্র।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫