যশোর: যশোরের কেশবপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রুবেল হোসেন (২৪) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ রায়হান কবির এ নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল উপজেলার ব্রহ্মকাটি গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।
কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, কেশবপুর শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর মা পুলিশে অভিযোগ করেন, তার মেয়েকে রুবেল হোসেন স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে। এছাড়া শহরের সাথী ডিজিটাল স্টুডিওতে তোলা একটি ছবি বিকৃত করে ফেসবুক এবং মোবাইল ফোনের মেমোরি কার্ডের মাধ্যমে প্রচার করছে।
অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে আটক ও স্টুডিওর মালামাল জব্দ করে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫