জাতীয় সংসদ ভবন থেকে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন।
ঢাকায় সফররত দেশটির নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে চিঠিটি হস্তান্তর করেন।
সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত হয়। এসময় ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
প্রেস ব্রিফিংয়ে শামীম চৌধুরী বলেন, ভারতের পররাষ্ট্র সচিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন। চিঠিতে নরেন্দ্র মোদী বলেছেন, ‘আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি বাংলাদেশ সফরের জন্য। ’
শেখ হাসিনাকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে মোদী বলেছেন আপনার সফরের জন্যও আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি, জানান শামীম চৌধুরী।
তিনি আরও জানান, নরেন্দ্র মোদীর চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি (মোদী) কবে আসবেন তা জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে বলেছেন, ‘আমরাও সেই অপেক্ষায় আছি। ’
এসময় ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন, বলেন শামীম চৌধুরী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া যৌথভাবে যেসব কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে সেগুলো ভালোভাবেই চলছে বলে পররাষ্ট্র সচিব সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব তাদের সন্তুষ্টির কথা জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাতের বিষয় স্মরণ করে বলেন, ‘নিউইয়র্ক ও কাঠমান্ডুতে আমাদের কথা হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এগুলো বাস্তবায়ন হবে। ’
এসময় ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘সার্কের কাঠামোর বাইরেও আরো কিছু দ্বিপাক্ষিক বিষয় আমরা বাস্তবায়ন করতে পারি। ’
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে আরো বিদ্যুৎ চেয়ে বলেন, আমরা পালাটানা থেকে আরো কিছু বিদ্যুৎ পেতে চাই। উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ খাতে দু’দেশের বেসরকারি উদ্দোক্তাদের কাজে লাগানো যেতে পারে বলেও মত দেন তিনি।
ভুটান থেকে ভারত হাইড্রোলিক পাওয়ার প্ল্যাণ্টের বিদ্যুৎ আনার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভুটান যদি আরো বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে বাংলাদেশও সেখান থেকে আনতে পারবে।
এছাড়া অচিরেই ভারত-বাংলাদেশের মধ্যে দু’টি চুক্তি স্বাক্ষর হবে। ভারতের সঙ্গে দু’টি নতুন চুক্তি করা হবে বলেও বৈঠকের আলোচনার কথা শামীম চৌধুরী নিশ্চিত করেছেন। এ চুক্তি দুটি হচ্ছে- ট্রেড প্রোটকল ও কোস্টাল শিপিং।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী, দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫