ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে দুইটি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
কালিহাতীতে দুইটি পিস্তলসহ যুবক আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে দুইটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ ফারহানুল হক শুভ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার(০২ মার্চ) রাত পৌনে আটটার দিকে উপজেলার রতনগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

শুভ উপজেলার নাগবাড়ি গ্রামের শফিউল হকের ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম ইকবাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রতনগঞ্জ বাজারে একটি মোবাইলফোনের শো’রুমে তল্লাশি চালানো হয়। এসময় ওই শো’রুমের কর্মচারী শুভকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর তার ড্রয়ার থেকে ইউএসের তৈরি একটি ও দেশিয় তৈরি একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।