টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে দুইটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ ফারহানুল হক শুভ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার(০২ মার্চ) রাত পৌনে আটটার দিকে উপজেলার রতনগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম ইকবাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রতনগঞ্জ বাজারে একটি মোবাইলফোনের শো’রুমে তল্লাশি চালানো হয়। এসময় ওই শো’রুমের কর্মচারী শুভকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর তার ড্রয়ার থেকে ইউএসের তৈরি একটি ও দেশিয় তৈরি একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫