ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিবন্ধিত দলগুলোকে নিয়ে সংলাপের আহ্বান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
নিবন্ধিত দলগুলোকে নিয়ে সংলাপের আহ্বান

জাতীয় সংসদ ভবন থেকে: চলমান সহিংসতা বন্ধে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি দেশের প্রধানমন্ত্রী।

জনগণের জানমালের নিরপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে আপনি আরও কঠোন হোন।

সোমবার (২ মার্চ) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ৫৬ দিন ধরে সাধারণ মানুষের ওপর আক্রমণ চলছে। দূরপাল্লার যানবাহন বন্ধ, পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এভাবে দেশ চলতে পারে না।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি দেশের প্রধানমন্ত্রী। বিএনপি না আসুক, আপনি নিবন্ধিত সব দলকে নিয়ে আলোচনা করুন, দেশের রাজনৈতিক সংস্কৃতি কী হবে তা নিয়ে কথা বলুন। এটা গণতন্ত্রের অংশ।
 
বাবলু বলেন, দেশে এখন যে সমস্যা, সেটি রাজনৈতিক সংকট। এটা অস্বীকার করা যাবে না। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছিলেন। তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ- এটা কেউ অস্বীকার করতে পারবে না। এটাও সত্য, খালেদা জিয়াই এদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। আজ তিনি নিজেই সেটির শিকার।
 
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির বক্তব্য গতানুগতিক, নতুন কিছু নেই। রয়েছে শুধু সরকারের উন্নয়নের ফিরিস্তি। কীভাবে মানুষের আগুনে পোড়া বন্ধ হবে, সেই বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। এজন্য আমরা হতাশ।

বিরোধীদলের মহাসচিব আরও বলেন, বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করা সম্ভব হচ্ছে না। সরকার এর দায় এড়াতে পারে না। কারণ সংবিধানে স্পষ্ট বলা আছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।