বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা ও ফুলদীঘি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১ মার্চ (রোববার) দুপুরে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনার তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে এর সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।
সোমবার(২ মার্চ) সন্ধ্যায় শাজাহানপুর অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি জানান, তাৎক্ষণিক ভাবে হতাহত বা গুলি বিনিময়ের বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের দেওয়া বক্তব্য অনুযায়ী ঘটনার দিন (১ মার্চ) অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যের বাড়িতে ভাড়া দেওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা নাদিম ও রুবেল গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আত্মগোপন করে সন্ত্রাসীরা।
থানায় এই দুই গ্রুপের লোকজনের বিরুদ্ধে জমি দখল, হত্যা, হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অনেক মামলা হয়েছে বলে স্বীকার করেন ওসি। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বংশ পরম্পরায় তাদের মধ্যে খুন-জখমের ঘটনা ঘটে আসছে।
স্থানীয়দের অভিযোগ, বিবদমান দুই পক্ষ এতটাই শক্তিশালী যে, এখানে স্থানীয় এলাকাবাসীকে তাদের কথামতই চলতে হয়। এমনকি কার বাড়ি কিভাবে ভাড়া দেওয়া হবে, ইচ্ছে হলে সেসব বিষয়ও তারাই ঠিক করে দেন। বংশ পরম্পরায় আধিপত্য বিস্তারসহ সংশ্লিষ্ট কাজে এদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। ইতোমধ্যেই উভয় পক্ষের সংঘর্ষে একাধিক লোক খুন হয়েছেন।
বাংলাদেশ সময়:২১৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫