ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেই আরজিনাকে সেলাই মেশিন প্রদান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সেই আরজিনাকে সেলাই মেশিন প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া সেই স্কুলছাত্রী আরজিনাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

সোমবার ( ২ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরজিনার হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।


 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম, সহকারী  কমিশনার(ভূমি) তোফাজ্জল হোসেন, পাইস্কা ইউনিয়নের  চেয়ারম্যান আরিফ বজলু প্রমুখ।

আরজিনা ধনবাড়ী পৌর শহরের চাতুটিয়া গ্রামের দিনমজুর আরফান আলীর মেয়ে এবং চাতুটিয়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। গত ২৩ ফেব্রুয়ারি তার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সহকারী কমিশনার(ভূমি) তোফাজ্জল হোসেন  গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন।

ওইদিন আরজিনার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। এ নিয়ে বাংলানিউজকে প্রতিবেদন প্রকাশ হয়।

এদিকে, সেলাই মেশিন পেয়ে আরজিনা বেশ উৎফুল্ল। সে বাংলানিউজকে জানানয়, সেলাই মেশিন চালিয়ে নিজেই এবার সে কিছু আয় করবে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।