ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে সুফিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।



সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাঝিশাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া খাতুন মারা যান। সুফিয়া মাধবপুর উপজেলার মাঝিশাইল গ্রামের লাল খাঁ মিয়ার স্ত্রী।

আহতদের মধ্যে আসকির মিয়া (২৪), হাফিজ মিয়া (৫০), রাবিয়া খাতুন (৭০), ফুরুক মিয়া (২০), আব্দুর রউফ (৪১), রুমেনা খাতুন (৩০) ও লাল খাঁ মিয়াকে (৫৫) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী জানান, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইল গ্রামের হাফিজ মিয়ার সঙ্গে জমি নিয়ে একই গ্রামের আসকির মিয়ার বিরোধ চলে আসছিল।

এর জের ধরে দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষ লাঠিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশিয় অস্ত্র ব্যবহার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুফিয়া খাতুনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া খাতুন মারা যান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বাংলানিউজকে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।