বগুড়া: বিরোধী জোটের লাগাতার ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রাতে ট্রাক, বাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ কমপক্ষে সাতটি যানবাহনে ভাঙচুর চালিয়েছে হরতালকারীরা। এসময় একটি খালি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা দিয়ে আগুন দেয় তারা।
সোমবার (২ মার্চ) রাতে বগুড়া-রংপুর সড়কের গোকুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে আচমকা ১২/১৩ জনের একটি দল সবুজ নার্সারির অদূরে উত্তরা ফিলিং স্টেশনের সামনে প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা ছুড়ে আগুন দেয়। পুলিশ সেদিকে ব্যস্ত থাকলে সুযোগে একই সড়কে অপর একটি দল আগমনী কোল্ডস্টোরের সামনে চলমান ৭ থেকে ৮টি বাস, ট্রাক, ও অটোরিকশায় ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপ-পরিদর্শক (এসআই) আসলাম আলী বাংলানিউজকে জানান, ভাঙচুরের কথা শুনেছি। তবে আগুনে অটোরিকশাটির খুব বেশি ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫