ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ২৯ বাংলাদেশী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সাতক্ষীরা সীমান্তে ২৯ বাংলাদেশী আটক

সাতক্ষীরা: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে সাতক্ষীরা সীমান্ত থেকে ২৯ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) সদস্যরা।

সোমবার (০২ মার্চ) দিনগত রাত ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার দেবহাটা ও আশাশুনি উপজেলায়।

বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপি’র কমান্ডার সুবেদার ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩১০ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।