নীলফামারী: নীলফামারী শহরের মড়াল সংঘ মোড় থেকে ৮৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩।
সোমবার (০২ মার্চ) দিনগত রাত দশটার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর শহরের ডাইনুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে শেখ ফরিদ, আবদুল লতিফের ছেলে শওকত আলী ও জয়নাল আবেদিনের ছেলে মোফাজ্জল হোসেন।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২’র উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮৪ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫