সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনী বাজারে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহত আটজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা বাংলানিউজকে জানায়, খুকনি গ্রামের মৃত শুকুর আলী প্রামাণিকের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে মৃত ওয়াজ আলীর ছেলে মাহমুদের দীর্ঘদিন ধরে বাজারের সরকারি সাত ডিসিমাল জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সোমবার রাতে আনোয়ার হোসেন বিবদমান ওই জায়গায় ঘর তুলতে গেলে মাহমুদের লোকজন তাতে বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আটজনকে রাতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার সময় একটি দোকানও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজমত আলী নামে একজনকে আটক করেছে। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫