ঢাকা: সন্ত্রাসী হামলায় নিহত সাম্প্রদায়িকতাবিরোধী লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিজিতের বাবা, বন্যার শ্বশুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এরই মধ্যে তাকে সেখানে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে মঙ্গলবার সকালে বাংলানিউজকে জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টির সমন্বয় করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
এদিকে স্কয়ার হাসপাতালে ভর্তি বন্যাকে সোমবারই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছে হাসপাতালটির একটি সূত্র। তবে হাসপাতাল থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি ওই সূত্র। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন লেখক অভিজিৎ রায় (৪২) ও তার স্ত্রী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ মারা যান। পরে বন্যাকে ঢামেক থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫
** ‘অভিজিতের স্ত্রী বন্যাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে দূতাবাস’