ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তী আর নেই বিপ্লব চক্রবর্ত্তী

খুলনা: খুলনার স্থানীয় দৈনিক জন্মভূমি’র জ্যেষ্ঠ প্রতিবেদক বিপ্লব চক্রবর্ত্তী (৬০) আর নেই।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে খুলনা মহানগরের একটি বেসরকারি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃতদেহ নগরীর টুটপাড়ার বাসভবনে রাখা হয়েছে। তার ছেলে ও জামাতা আসার পর মঙ্গলবার বিকেল ৪টায় তার লাশ রূপসা মহাশশ্মানে শেষ কৃত্যের জন্য নেওয়া হবে।

সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তীর মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময় : ১০৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।