রংপুর: রংপুর স্টেশন রোডে অবস্থিত সোনালী ব্যাংক ও জেলা দুর্নীতি দমন অফিসকে লক্ষ্য করে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
এর মধ্যে সোনালী ব্যাংকের সামনে দু’টি ও জেলা দুর্নীতি দমন অফিসের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
মঙ্গলবার (০৩ মার্চ) বেলা পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
রংপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল সমর্থকরা দুই অফিসের সামনেই মোটর সাইকেলে করে এসে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। সাথে সাথে পুলিশ এসে ঘটনাস্থলে তল্লাশি চালায়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫