ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার রামপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বাবলু মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই ও অপর পক্ষের এক ব্যক্তিসহ তিন জন আহত হয়েছেন।



মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। নিহত বাবলু মিয়া ওই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মৃত ভুলু মিয়ার ছেলে।

আহতরা হলেন, নিহতের ছোট ভাই পলাশ (৩০), একই এলাকার পুটু মিয়ার ছেলে মিন্টু মিয়া (১৯) ও কবির হোসেনের ছেলে মো. শাকিল (১৭)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাকিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে এই ঘটনায় আরও দুই জন আহত হলেও গ্রেফতারের ভয়ে তাদের গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।   

ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমিলুর রহমান বাংলানিউজকে জানান, নিহত বাবলু এবং তার প্রতিবেশী শাকিল ও মেহেদী- এই দুই পক্ষের মধ্যে আগে থেকেই জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে আজ (মঙ্গলবার) সকাল সাড়ে সাতটার দিকে বসত বাড়ির পাশের জমিতে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে বাবলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নিহতের ভাই পলাশ এবং অপর পক্ষের শাকিল ও মিন্টু মিয়া আহত হন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
 
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।