কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফনদীর তীরে পৃথক অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম (২৮) নামে এক মায়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া ও চৌধুরার পাড়া থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক যুবক মায়ানমারের মংডু সুদা পাড়ার মৃত হোসন আহমদের ছেলে।
বিজিবি জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নাইট্যং পাড়া সংলগ্ন নাফনদী দিয়ে ইয়াবা পাচার হচ্ছিল। খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ সিরাজুলকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে বিজিবির অপর একটি দল চৌধুরার পাড়া সংলগ্ন নাফনদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।
তিনি জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোর্পদ করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হবে।
ইয়াবাগুলো পরে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫