ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত জামালপুরের অ্যাডভোকেট শামসুল আলম ও এস এম ইউসুফ আলীকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৩ মার্চ) তাদেরকে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীর সদস্য অ্যাডভোকেট শামসুল আলম জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির এবং এস এম ইউসুফ আলী সাবেক জামায়াত নেতা ও সিংহজানি স্কুলের সাবেক প্রধান শিক্ষক। সোমবার (২ মার্চ) গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদেরকে গ্রেফতার করে জামালপুর জেলা পুলিশ।
সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জামালপুর জেলার আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তাদের মধ্যে রয়েছেন আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেনসহ আলবদর বাহিনীর ছয়জন ও রাজাকার বাহিনীর দুইজন। ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল।
আশরাফ হোসেন ও গ্রেফতারকৃত দু’জন ছাড়া অন্য পাঁচজন হচ্ছেন আলবদর বাহিনীর অধ্যাপক শরীফ আহমেদ, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারি, মো. হারুন ও মো. আবুল হাশেম।
এ আট আসামির বিরুদ্ধে আগামী ৩০ মার্চের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫