ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
অষ্টগ্রামে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে আমরা ২১ শে (অষ্টগ্রামের যুব সংগঠন) ও অষ্টগ্রামের জনগণ।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে অষ্টগ্রাম বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।



মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নবেন্দু সাহা জয়, রুহুল আমিন ও জাভেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শনিবার (০১ মার্চ) রাতে আনু মিয়া নামে এক বখাটে আট বছরের একটি শিশুকে ধর্ষণ করেন। ধর্ষক আনু মিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

বক্তারা আরো বলেন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, এ ব্যাধি থেকে মুক্তির জন্য জনগণকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।