ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে মুক্তিযোদ্ধা কার্যালয়ে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
শেরপুরে মুক্তিযোদ্ধা কার্যালয়ে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে কার্যালয়ে সংরক্ষিত প্রয়োজনীয় আসবাবপত্রসহ সব ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।



মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় অবস্থিত কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর উপজেলা শাখার কমান্ডার মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, কার্যালয়ে থাকা কর্মকর্তাদের ১১টি চেয়ার, ৩৮টি প্লাস্টিকের চেয়ার, চারটি টেবিল, একটি করে ফাইল ক্যাবিনেট, আলমারি, শোকেসসহ সব ধরনের দলিলপত্রাদি পুড়ে গেছে।

এছাড়া দুর্বৃত্তের দেওয়া আগুনে কার্যালয়ের কয়েকটি সিলিং ফ্যান, জানালা ও দরজাও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরো জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা তিনি জানাতে পারেন নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে তারা এ কার্যালয়ে আগুন দেওয়ার খবর পান। দ্রুত সেখানে পৌঁছে তারা আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু এর আগেই সবকিছু পুড়ে যায় বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আগুন দেওয়ার ঘটনায় কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের সনাক্তকরণে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাটি মৌখিকভাবে জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

তবে সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।