ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে হরতালের প্রভাব নেই, যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
রাজধানীতে হরতালের প্রভাব নেই, যান চলাচল স্বাভাবিক ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৫৬ তম দিন অতিবাহিত হচ্ছে মঙ্গলবার (০৩ মার্চ)। এছাড়া এদিন চলছে সর্বশেষ দফার হরতালের তৃতীয়দিনও।



তবে মঙ্গলবার রাজধানীর কোথাও খুঁজে পাওয়া যায়নি হরতালের রেশ। আর দশটা স্বাভাবিক দিনের মতই যান চলাচল দেখা গেছে রাজধানীর সড়কগুলোতে। ছিলো স্বাভাবিক যানজট। খবর মেলেনি কোনো নাশকতা বা সহিংসতারও ।

সকাল থেকেই অফিসগামী মানুষের কারণে রাজধানী বিভিন্ন এলাকায় যানজট দেখা গেছে। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রচণ্ড ভিড় দেখা গেছে রাজধানীর ফার্মগেট এলাকায়।

ফার্মগেট মোড়ে যাত্রাবাড়িগামী মিশকাত পরিবহনের চালক নুর ইসলাম বাংলানিউজকে বলেন, গাড়ি ভাংচুর, আগুন আতঙ্ক থাকা সত্ত্বেও পেটের দায়ে বের হলাম। তিনি বলেন, হরতাল মিডিয়ায় আছে, রাস্তায় নেই। সকালে যাত্রাবাড়ি থেকে আসতেও যানজটের কবলে পড়তে হয়েছে বলে জানান তিনি।

সায়েন্স ল্যাব এলাকায় সকাল সাড়ে দশটার দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মৈত্রী পরিবহনের চালক মোমেন বাংলানিউজকে জানান, মানুষের চেয়ে গাড়ি বেশি বলে যানজট বেশি।

হরতাল-অবরোধ বিষয়ে তিনি বলেন, আগে হরতাল-অবরোধে প্রাইভেটকার কম থাকলেও এখন প্রাইভেটকারের সংখ্যা বেশি বলেও যানজট লেগেছে।

এছাড়া শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব, গুলিস্তান, মতিঝিল, পল্টন, মালিবাগ, রামপুরা এলাকাতেও যানজট দেখা গেছে।

যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কের পাশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থান নিতে দেখা গেছে।

উল্লেখ্য, (০১ মার্চ) ভোর ছয়টা থেকে বুধবার (০৪ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত আবারও হরতাল আহ্বান করে ২০ দলীয় জোট।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ ও বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধের দাবিতে এ হরতাল আহ্বান করে তারা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।