ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কারেন্ট জাল ও ২৮০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
চাঁদপুরে কারেন্ট জাল ও ২৮০ কেজি জাটকা জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে চার লাখ মিটার কারেন্ট জাল ও ২৮০ কেজি ইলিশ এবং জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (২ মার্চ) দু’টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হলেও মঙ্গলবার সকাল ১১টার দিকে ইলিশ ও জাটকাগুলো গরিবদের মধ্যে বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।



চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান  বাংলানিউজকে জানান, সোমবার গভীররাতে  মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে ‘এমভি মহারাজ-৭’ থেকে  চার লাখ মিটার কারেন্ট জাল ও ‘এমভি সাব্বির-২’ থেকে ৮০ কেজি ইলিশ ও ২শ’ কেজি জাটকা  জব্দ করা হয়।

আটককৃত কারেন্ট জালের মূল্য প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা এবং ইলিশ ও জাটকার মূল্য প্রায় এক লাখ টাকা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে  জব্দকৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া  জব্দকৃত ইলিশ ও জাটকা এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।