ঢাকা: ব্লগার ও লেখক অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীর দশ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে ঢাকার সিএমএম আদালতে এ রিমান্ড আবেদন জানান ডিবি পুলিশের ইন্সপেক্টর ফজলুর রহমান।
বিকেল তিনটা নাগাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (০২ মার্চ) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে ৠাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎকে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার কথা ফারাবী স্বীকার করেন বলে পরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ৠাব।
সংবাদ সম্মেলনে ৠাবের লিগ্যাল ও মিডিয়া উইং কর্মকর্তা মুফতি মাহমুদ খান আরও বলেন, অভিজিৎ রায় হত্যার দু’ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খুনের দায় স্বীকার করে টুইট করে আনছারুল্লাহ বাংলা সেভেন নামে একটি সংগঠন।
‘এর পরিপ্রেক্ষিতে অভিজিতের ফেসবুক পর্যালোচনা করে দেখতে পাই, শফিউর রহমান ফারাবী নামে এক তরুণ বিভিন্ন সময় অভিজিৎকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন,’- বলেন তিনি।
মুফতি মাহমুদ খান জানান, নিহত অভিজিতের বাবা দাবি করেছেন-তার ছেলেকে দেড় বছর ধরে হত্যার হুমকি দিয়ে আসছিলেন শফিউর রহমান ফারাবী।
‘গত এক বছরে ফারাবীর ফেসবুক স্ট্যাটাসেও হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে দেখা যায়। ফারাবি মান্নান রাহী নামে এক ফেসবুক ফ্রেন্ডকে লেখেন ‘অভিজিৎ এখন আমেরিকায়। তাকে এখন হত্যা করা যাবে না। তবে সে যখন দেশে আসবে তখনই হত্যা করা হবে,’—যোগ করেন এই র্যাব কর্মকর্তা।
তবে অভিজিৎ হত্যাকাণ্ডের বিষয়ে ফারাবীকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শফিউর রহমান ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও স্নাতক সম্পন্ন করতে পারেননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন ফারাবী। এর আগেও বিভিন্ন সময় এ ধরনের ঘটনার কারণে গ্রেফতার হন তিনি।
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে গত ১৬ ফেব্রুয়ারি সস্ত্রীক দেশে আসেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ রায়।
এরপর ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী বন্যাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫