নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় আগুন লেগে পুড়ে গেছে একটি কেমিক্যাল গোডাউন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২ টায় টানবাজারের ইদু মিয়ার আবাসিক ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনটিতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মমতাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোডাউনটি অবৈধ ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৩১১, মার্চ ০৩, ২০১৫