ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জের টানবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
না’গঞ্জের টানবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় আগুন লেগে পুড়ে গেছে একটি কেমিক্যাল গোডাউন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২ টায় টানবাজারের ইদু মিয়ার আবাসিক ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনটিতে এ ঘটনা ঘটে।

  এ ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দারা বাইরে বেরিয়ে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মমতাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোডাউনটি অবৈধ ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩১১, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।