জয়পুরহাট: তিন ঘণ্টার ব্যবধানে জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সকাল ৭টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের পুরানাপৈল রেলগেট এলাকায় ঢাকা ও বগুড়ার মোকামতলাগামী চাল ও আলু বোঝাই দু’টি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকাল ১০টায় স্বাক্ষর এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস বগুড়ার উদ্দেশে রওনা দেয়। পথে দু’টি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত হেলমেট পরিহিত অবস্থায় এসে বাসটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়।
খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে ততক্ষণে বাসের সব সিট পুড়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, জয়পুরহাটে যে সব নাশকতা হচ্ছে, সব গুলোতেই মোটরসাইকেল ব্যবহার হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে দু’টি নাশকতার ঘটনায় পুলিশ মোটরসাইকেল আরোহীদের ওপর কড়া নজরদারী শুরু করেছে। তারা হিচমী বাজারসহ বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যেই চেকপোস্ট বসিয়ে কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫