ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে বিশেষ অভিযানে গ্রেফতার ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ধুনটে বিশেষ অভিযানে গ্রেফতার ৪

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) মধ্যরাতে ধুনটের এলাঙ্গী ও গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



পরে মঙ্গলবার সকাল ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলতলা গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে মোজাফ্ফর রহমান (২৮), আরফান সরকারের ছেলে জহুরুল ইসলাম (৩২), সারিয়াকান্দি উপজেলার গোদারখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুল ইসলাম (২৭) ও ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জিয়াউল হক (৩০)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জিয়াউল হক একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। বাকি তিনজনকে রিকশা চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫
সম্পাদনা: শিমুল সুলতানা, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।