ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই উল্টে গিয়ে আন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



বাসের এক যাত্রী বাংলানিউজকে জানান, আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা  খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ী এলাকায় পৌঁছলে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে উল্টে যায়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বাস চালককে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।