ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গুলিবিদ্ধ অবস্থায় দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
রাজশাহীতে গুলিবিদ্ধ অবস্থায় দুর্ধর্ষ ছিনতাইকারী আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরের একাধিক ছিনতাই মামলার আসামি সিয়ামুজ্জামান সেতুকে (২৮) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে মহানগরের ভদ্রা জামালপুর এলাকা থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক করে।



সিয়ামুজ্জামান সেতু বালিয়াপুকুর বটতলা এলাকার আসাদুজ্জামানের ছেলে।

গুলিবিদ্ধ অবস্থায় ভোরেই সেতুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, মঙ্গলবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল ভদ্রা জামালপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ৩/৪ জন দুর্বৃত্তকে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার পাশে ওৎ পেতে থাকতে দেখে পুলিশ।

দুর্বৃত্তদের চ্যালেঞ্জ করার আগেই তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে শর্টগানের গুলি ছুড়লে সেতুর পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এসি আরো জানান, সেতুর বিরুদ্ধে বোয়ালিয়াসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে আটক করা হলেও, গত ২৫ ফেব্রুয়ারি জামিনে বের হয়ে আবারও ছিনতাই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সেতু।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।