ঢাকা: সন্ত্রাসী হামলায় নিহত লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা তদন্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই’র একটি দল আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা দেড়টার দিকে ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এফবিআই’র দলটি এ হত্যাকাণ্ডে তদন্তকারী ডিবি কর্মকর্তাদের সঙ্গে যোগ দেবেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের দিন বইমেলা এলাকার ১৮ ঘণ্টার সিসিটিভি ভিডিও ফুটেজ তদন্তকারী কর্মকর্তাদের হাতে এসেছে। প্রয়োজনে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হবে।
হত্যাকাণ্ডের দিন মুক্তমনা ব্লগটি কেন বন্ধ ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।
গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন লেখক অভিজিৎ রায় (৪২) ও তার স্ত্রী।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ মারা যান। পরে বন্যাকে ঢামেক থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫
** যুক্তরাষ্ট্র দূতাবাস সব সহায়তা দিচ্ছে বন্যাকে
** আজই যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে অভিজিতের স্ত্রী বন্যাকে
** ‘অভিজিতের স্ত্রী বন্যাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে দূতাবাস’