ঢাকা: বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি মাহাতাব উদ্দিন (৫০) নামে এক হাবিলদার মারা গেছেন।
পিরোজপুরের মঠবাড়িয়ার মৃত তশিল উদ্দিনের ছেলে মাহাতাব।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হান্নান ও আলমগীর অচেতন অবস্থায় মাহাতাবকে ঢামেকে নিয়ে আসলে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দ্রীয় কারাগারের জেলসুপার ফরমান আলী বাংলানিউজকে জানান, বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি মাহাতাব উদ্দিন।
মঙ্গলবার সকালে কারাগারে তার স্বজনদের সঙ্গে কথা বলার একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢামেকে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহাতাবের সঙ্গে দেখা করতে আসা তার শ্যালিকা নাজমা আক্তার জানান, ২৪ নং ব্যাটালিয়নের হাবিলদার ছিলেন তিনি।
বাংলাদেশ সময় : ১৪০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫