সাভার (ঢাকা): তুরাগ নদ খননের সময় ড্রেজার থেকে আসা পানি ও বালিতে বিনষ্ট হয়ে গেছে সাভারের আশুলিয়ার কয়েকটি ইটভাটার কোটি টাকা মূল্যের ইট।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সরেজমিন দেখা যায়, খননের সময় নদী থেকে আসা পানি ও বালিতে এক রাতেই জলমগ্ন হয়ে পড়া তুরাগ নদ সংলগ্ন ইটভাটাগুলো।
এ সময় ঢাকা ব্রিকস্ এর মালিক শেখ মফিজউদ্দিন বাংলানিউজকে জানান, তুরাগ নদ খননের ঠিকাদারের হঠকারিতায় কেবল তার’ই দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ভাটার ইয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় ভাটা বন্ধ করে দিতে হয়েছে। এতে করে তিন শতাধিক ভাটা শ্রমিক বেকার হয়ে পড়েছেন বলেও জানান তিনি।
স্টাইল ব্রিকস্ এর মালিক মোয়াজ্জেম হোসেন দুলাল জানান, ড্রেজারের পাইপ দিয়ে তুরাগ নদের বালি ও পানি তার ইটভাটায় প্রবেশ করায় তার ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি।
এ ঘটনায় পাশ্ববর্তী আরো কয়েকটি ইটভাটাও ক্ষতির সম্মুক্ষীণ হওয়ায় বিপাকে পড়েছেন ভাটামালিক এবং শ্রমিকেরা।
ভাটা শ্রমিক শাহীন ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, ‘আমরা কি কইরে বাঁচমু। আমাগো মালিক বাঁইচলে তো আমরা বাঁচমু।
অপর এক শ্রমিক রমিজউদ্দিন বলেন, ‘সবে দুই দিন ওইলো হরতাল অবরোধ ঠেইলা কাজে আইলাম। ভাটার কাজ তো বন্ধ হইলো। অখন ভাববার পারতাছিনা কি করমু। ’
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে, দ্বায়িত্বরত উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল মাহমুদ বাংলানিউজকে জানান, নদী খনন কাজে ব্যাবহৃত বাঁধটি ভেঙ্গে যাওয়ায় অনিচ্ছাকৃত এ ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় খনন কাজ বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫