ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় পেট্রোল বোমাসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
চান্দিনায় পেট্রোল বোমাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় পেট্রোল বোমাসহ আদিল (৩০) নামে এক যুবককে আটক করেছে মহাসড়কে পাহারারত আনসার সদস্যরা।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক আদিল জেলার মুরাদনগর উপজেলার শংকুচাইল গ্রামের কুটু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে অবরোধ-হরতালে নাশকতা রোধে বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে পাহারা দিচ্ছিলেন আনসার সদস্য মঈনুদ্দিন ও নাজমূল হোসেন। এসময় পেট্রোল বোমা নিয়ে আদিল মহাসড়কে উঠলে তাকে আটক করেন তারা।

খবর পেয়ে চান্দিনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ ঘটনাস্থলে গিয়ে আদিলকে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ইউএনও শেখ ছালেহ্ আহাম্মদ জানান, বর্তমান পরিস্থিতিতে মহাসড়কসহ উপজেলার সর্বত্র আমাদের সজাগ দৃষ্টি থাকায় তাকে আটক করা সম্ভব হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।