ঢাকা: সাকসেস ফ্যাশন এবং এসজে সোয়েটার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী এম দেলওয়ার হোসেন বলেন, সবুজবাগে অবস্থিত সাকসেস ফ্যাশন ও আশুলিয়ার এমজে সোয়েটারের মালিক পক্ষ গত ডিসেম্বর থেকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছে না। একই সঙ্গে তারা বেআইনিভাবে কারখানা বন্ধ রেখেছে।
তিনি বলেন, মালিকপক্ষ বার বার আশ্বাস দিলেও শ্রমিকদের বেতন পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। সর্বশেষ গত ১২ জানুয়ারি বিজিএমইতে অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত সমস্যা সমাধানে কোনো পদেক্ষপ নেওয়া হয়নি।
দেলওয়ার হোসেন বলেন, বেতন-ভাতা না পেয়ে কারখানা দু’টির চার শতাধিক শ্রমিক মানবেতর জীবন-যাপন করছেন।
এ সময় তিনি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
আয়োজক সংগঠনের সহসভাপতি নুরুন নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভিন, কেন্দ্রীয় নেতা কবির হোসেন, শ্রমিক নেতা মো. সোহাগ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫