চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ফের তিনটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা। এ সময় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে ও হরিপুরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শান্তিমোড়ে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল ও অবরোধাকারীরা। এতে পার্শ্ববর্তী চায়ের দোকানদার সালাত আহত হয়। পরে একটি খালি ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে পৌর এলাকার হরিপুর পাম্পের ভেতরে থাকা পণ্যবাহী একটি ট্রাকসহ দু’টি ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেল পাম্পটি রক্ষা পায়।
এ সময় পার্শ্ববর্তী হরিপুর বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষের মূল গেটের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫