শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চৌকদার কান্দী গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে আবদুর রব গাজী (৫০) নামে এক জেলের মুত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী নিগার সুলতানা।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। আবদুর রব একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হন আবদুর রব। বাড়ি থেকে ২০ গজ দূরে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হন তিনি। টের পেয়ে তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবদুর রব মারা যান।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫