ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবল নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে বাগিচা রেললাইনে ট্রেনে কাটা পড়ে জীবন সাহা (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত জীবন সাহা গুলশানে পুলিশের (চেনসারিতে) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর-১৪৮০। তিনি কুমিল্লা সদর ক্যান্টনমেন্ট এলাকার দিলীপ কুমার সাহার ছেলে। তিনি রাজধানীর খিলগাঁওয়ের শাহজাহানপুর এলাকায় থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে বলেন,  খিলগাঁওয়ে বাগিচা রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে কমলাপুরগামী সিল্কসিটি ট্রেনের ধাক্কায় জীবন সাহার দুই পা থেঁতলে যায়। এসময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির পকেটে পাওয়া কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া সঙ্গে থাকা মুঠোফোন থেকে প্রাপ্ত নম্বরের মাধ্যমে আত্মীয়-স্বজনকে ফোন দিয়েও পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ঢামেক হাসাপাতাল মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।