ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় রেলের জমি উদ্ধারে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
খুলনায় রেলের জমি উদ্ধারে অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে নগরের রেলওয়ে কলোনির বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কতৃপক্ষ।



রেলওয়ের কর্মকর্তারা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরেই রেলের জমিতে অবৈধভাবে দখল করা হয়েছে। মঙ্গলবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে ঘর-বাড়ি উচ্ছেদের পাশাপাশি ‍বিভিন্ন দোকানপাটও উঠিয়ে দেওয়া হয়। এসব স্থানীয় দোকানি ও বসবাসকারীরা বিক্ষোভ করেন।

শেরে বাংলা বিপণি বিতানের দোকানিরা জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া এভাবে উচ্ছেদ করে দিলে শতাধিক পরিবারের লোকজন না খেয়ে থাকতে হবে। পাশাপাশি অনেক দোকানি বেকার হয়ে পড়বেন।

নির্দিষ্ট ভাড়া পরিশোধ করে তারা এখানে ব্যবসা করছেন বলে দাবি করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।